Stories (গল্প)

বইপাড়ার আগন্তুক
শীতের বিদায়বেলাতেও বসন্ত আসেনি কলেজ স্ট্রিটের রাস্তায়। তাই আজকের বিকেল ঠিক সূর্যাস্তের রক্তিম হয়ে উঠতে পারেনি, বরং বৈরাগীর গেরুয়ার সাথে খানিক ছাইভষ্ম মেশালে যে রং আসে, সেই রূপেই আজকের দিনের শেষ ঘণ্টা সাজছে।

ঘাটে ঘ
একটা ঠাণ্ডা হাওয়া যেন দোলা দিয়ে গেল নিশাকরের চেতনায়। জোয়ার ততক্ষণে দৃষ্টিগোচর জায়গায় চলে এসছে। প্রকৃতির সাথে আগে কখনও এতটা একাত্মবোধ করেনি নিশাকর, যেন এই জোয়ার; এই হাওয়া তার টানেই এসছে!

তিস্তার বন্ধুর ডায়েরি
আবার ডায়েরি লিখলাম। আগের মত, কাঁচা হাতে। তারিখ দিলাম না, এই পাতার লেখা দিনের হিসাবের ওপরে। সীমাহীন সমুদ্রে যেমন একটা বোতলবন্দী চিরকুট ভেসে বেড়ায়, এই লেখাও তেমনি ভাসিয়ে দিলাম হাজারো কঠিন কঠিন শব্দের সমুদ্রে।

পাঁচমাথার নেতাজি
ঘোর! শরীর ও মনের ক্লান্তিকে দোসর করে জড়ো হয় ঘোর! সঙ্গত দেয় বৃষ্টির আওয়াজ আর জলীয় ঠাণ্ডা। আলগা হয়ে আসে স্নায়ুর বাঁধন, ছাড়া পায় অবাধ্য কৌতূহল… প্রশ্ন করে অপরাজিতার অধিকার, “নেতাজি…! তুমি জানো আমার দাদা কোথায়……?”