নমস্কার! আমি অঙ্কিতা। আমার জন্ম ২৩শে সেপ্টেম্বর ১৯৯৮ সালে, বর্ধমান জেলার (এখন পূর্ব বর্ধমান) কাটোয়া শহরে। বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষার প্রস্তুতি নিচ্ছি।
কলম চালিয়ে কিছু লেখার ঝোঁক আমার স্কুলজীবন থেকেই। তখন বাংলা পাঠ্যপুস্তকের পদ্য বিভাগে বিভিন্ন ধরনের ছড়া; কবিতা দেখাদেখি নিজেও খানিক লেখার চেষ্টা করতাম, লিখে রাখতাম ডায়রির পাতায়। সেই লেখা যে প্রকাশ করাও যেতে পারে তা বোধ হল পলিটেকনিক পড়তে এসে। এরপর টুকটাক কবিতা, ছড়া আর ওয়ান লাইনার লিখতে থাকি। তখনও গল্প লেখার আত্মবিশ্বাস পাইনি, তা পেতে পেতে ২০১৯ সাল শেষ হয়ে গেছিলো।
সেই থেকে লেখালেখি ব্যাপারটা আরেকটু সিরিয়াসলি নিই। কবিতার পাশাপাশি ছোট আকারে গল্প লেখাও শুরু করি। এভাবেই বেশ কিছুদিন লিখে ২০২০ সালের শেষ দিকে কলমধরা হাঁসের ফেসবুক পেজটা বানাই আর ২০২১ এর মাঝামাঝি থেকে বিভিন্ন গনমাধ্যমে নিজের লেখা প্রকাশ করা শুরু করি। গণমাধ্যম ছাড়াও কাগজফুল সহ একাধিক ই-ম্যাগাজিনে আমার লেখা গল্প ও কবিতা প্রকাশ পেয়েছে।
অনেকদিনেরই ইচ্ছা ছিল যে নিজের লেখনীর জন্য অন্তর্জালের এই অসীম সমুদ্রে এক চিলতে জায়গা করে রাখবো, যেখানে নিজের খেয়ালখুশি মত প্যাঁক প্যাঁক করার সুযোগ থাকবে এই হাঁসের। তাই সাধ্য ও সুযোগ জুটতেই চলে এলাম এই ব্লগ নিয়ে।
আমি বিভিন্ন স্বাদের কবিতা, গল্প, নিবন্ধ ও অন্যান্য লেখা এই ব্লগে প্রকাশ করবো। পাঠকদের কাছে অনুরোধ রইলো পড়ে ও নিজেদের রুচিবোধের মাধ্যমে মূল্যায়ন করে মতামত জানাতে।