কলমধরা হাঁস

ফেলে আসা ডাকনাম | বাংলা জীবনমুখী কবিতা || Fele Asa Daaknam | Bengali Poem about Life

তখন ব্লগ তো দুর, ফেসবুকেও লেখা দিতাম না। লেখালেখির প্ল্যাটফর্ম হিসাবে বিভিন্ন অ্যাপে ঘুরতাম। এরকমই এক অ্যাপে একবার এক দৈনিক prompt / topic চোখে পড়েছিল, “ফেলে আসা ডাকনাম”। 

ইন্টারেস্টিং লাগায় Prompt-এর লেখাগুলো পড়তে গেলাম এবং হতাশ হলাম। সেই একঘেয়ে প্রাক্তনের ছেড়ে যাওয়ার ঘ্যানঘ্যান আর পুরোনো প্রেমের প্যানপ্যানানি। 

অথচ ততক্ষণে আমার ব্যথা ৪-৫ লাইনের রূপ নিয়ে ফেলেছে। লিখেছিলাম,

“ফেলে আসা ডাকনাম

ডেকে যায় আজও,

কাঁচা রাস্তার গলি বেয়ে,

উঠোন ভরা মাধবীলতার গন্ধ হয়ে,

না পাওয়া স্নেহের আশীর্বাদে।”

অ্যাপে ওর চেয়ে বেশি লেখার সুযোগ ছিল না। পরে লকডাউনের সময় বাড়িয়ে লিখি যেটা আজকে ছাড়ছি।

আজকেই কেন? 

আসলে এপ্রিল মাসটা আমার জীবনে খুব সুখের কিছু স্মৃতি রেখেছে তা নয়। এই মাসেই একাধিক ভালোবাসার মানুষকে হারিয়েছি, যাদের দেওয়া ডাকনাম তাদের মতই স্মৃতি হয়ে গেছে। 

এরই মধ্যে সবচেয়ে বড় হারানোর দিনটাও আজ থেকে কুড়ি বছর আগের, আমার বাবাকে হারানোর। বাবার শেষকৃত্যের কোনোরকম কাজ করার দুর্ভাগ্যটুকুও বিধাতা আমায় দেওয়ার প্রয়োজনবোধ করেননি।

তাই শব্দের পিঠে শব্দ চাপিয়ে যেটুকু প্রকাশ করা যায় সেটাই দিলাম আজ, বাবা এবং তাদেরকে যারা পরপারে গিয়েও এই মাটির পৃথিবীতে রেখে গেছে মন ভারের স্মৃতি আর.. …..

ফেলে আসা ডাকনাম

2 thoughts on “ফেলে আসা ডাকনাম | বাংলা জীবনমুখী কবিতা || Fele Asa Daaknam | Bengali Poem about Life”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top