
আমি homo sapiens এর সেই প্রকারের প্রতিনিধি হয়ে কথা বলছি,
যাদের জীবনে বিশেষণ বেশি জোটে বেঁচে থাকার সুযোগের চেয়ে, যাদের কপালে দেবীত্বের তকমা জুটলেও মনুষ্যত্বের সহমর্মিতা জোটে না, যাদের “মানুষ” বলা হলেও সমাজ “মানুষ” পরে ভাবে….
আমি নারী। আমায় কী কী হতে হবে অনেক জায়গায় বলা আছে, কিন্তু আমি কী হতে চাই তা বোঝা তো দূর… শোনারও তাগিদ নেই মানবতার প্রতিনিধিদের।
আমি দশভূজা নই, নিছক মাংসপিণ্ড নই, মহাজাগতিক শক্তি নই, আবার নিজের জাগতিক সম্ভ্রমের দায় যোনিপথে নিয়ে ঘুরে বেড়ানো কোমল প্রাণীও নই…
আমি নারী, আমি মানবী, আর এই আমার…
মানবীচরিত

সমৃদ্ধ হলাম 🙏🏼
বড় মাপের প্রতিক্রিয়া দিলে দাদা। ধন্যবাদ 🙏