কলমধরা হাঁস

চৈত্র চিঠির আক্ষেপ | বাংলা কবিতা | প্রকৃতি বিষয়ক || Chaitro Chithir Akkhep | Bengali Poem about Nature

কখনও তীব্র রোদ, কখনও এলোমেলো বাতাস খেলা বৃষ্টি, আবার ভোর রাতে ঘনিয়ে আসা হিমেল পরিবেশ…..
এ চৈত্র ভারী অদ্ভুত! অথচ হিসাব মতো তার বসন্তে থাকার কথা, অন্তত কয়েকটা দিন। এবার যে “ফাগুন”ও লাগবে ভরা চৈত্রেই! এসব ভাবতেই ভাবতেই একদিন কিছু ছাইপাশ লিখেছিলাম, দুদিন আগে তার নাম দিলাম “চৈত্র চিঠির আক্ষেপ”। আমার এই “World Poetry Day” -এর শেষ ঘণ্টার নিবেদনে বিলাপ, কৌতূহল, প্রশ্ন এবং শিরোনামের দাবি মতো আক্ষেপও আছে।

চৈত্র চিঠির আক্ষেপ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top